ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮৪ লাখ টাকা ব্যয়ে আশ্রয়ন প্রকল্পের ৩৫টি পাঁকা ঘরের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ঘর গুলো নির্মাণ কাজ সুষ্ঠু ভাবে শেষ হলে ৩৫টি ছিন্নমূল পরিবার পাবে নিরাপদ মাথা গোঁজার ঠাঁই।
জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্বে ২২টি পাঁকা ঘরের নির্মাণকাজ এগিয়ে চলছে। অপরদিকে ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামে ১৩টি পাঁকা ঘরের নির্মানকাজ দ্রুত এগিয়ে চলছে।
ঘর গুলোর নির্মাণকাজ দেখভাল করছেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, চান্দাইকোনা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন, ধামাইনগর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান রাইসুল হাসান সুমন ও ঘর গুলোর সার্বিক দেখভাল করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী। ঘরগুলোর নির্মাণকাজ সুষ্ঠু ভাবে সমাপ্ত হলে ৩৫টি পরিবার পাবে নিরাপদ মাথা গোঁজার ঠাঁই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সময় পেলেই আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর গুলো সরেজমিনে গিয়ে দেখভাল করছি। অত্যান্ত ভালো ভাবেই নির্মাণ কাজ এগিয়ে চলছে।