ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়েভের ইরান দূতাবাস।
শনিবার ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদেরকে এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি।
ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া সীমান্তে সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন। তাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে।
ইরান দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানি নাগরিকরা যেন পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান দূতাবাস ইরানি নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এই মূলনীতির ভিত্তিতে সঠিক সময়ে তাদের করণীয় ঠিক করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ উত্তেজনা সৃষ্টিকারী যেকোনো খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, রাশিয়া বিশ্বের কারো জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না।তবে রাশিয়ার হামলার ভয় দেখিয়ে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে তিনি পাশ্চাত্যকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, রাশিয়ার নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেয়া হবে।