ধূমকেতু নিউজ ডেস্ক : বাহরাইনের রাজপরিবারের নিরাপত্তা জোরদারে শিগগিরই মোতায়েন হচ্ছে দখলদার ইসরাইলের নৌবাহিনীর একজন কর্মকর্তা। ইসরাইল ভিত্তিক টিভি চ্যানেল ‘আইটুয়েন্টিফোর নিউজ’ এ তথ্য জানিয়েছে।
টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, ইসরাইলের নৌবাহিনীর একজন সিনিয়র অফিসারকে বাহরাইনে পাঠানো হবে। এই কর্মকর্তা বাইরাইনের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রক্ষা করার পাশাপাশি সেদেশে মোতায়েন মার্কিন পঞ্চম নৌবহরের বিষয়েও খোঁজখবর রাখবেন।
এ বিষয়ে বাহরাইনের প্রভাবশালী সংগঠন আল ওয়েফাক বলেছে, বাহরাইনের একটি রাষ্ট্রীয় পদে শত্রু পক্ষের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অর্থ হলো একটি রাষ্ট্রের পতন এবং এই রাষ্ট্রের সার্বভৌমত্ব, ইতিহাস ও ভবিষ্যতের প্রতি আগ্রাসন।
সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, বাহরাইনের আলে খালিফা সরকার সব সীমা লঙ্ঘন করছে এবং মানুষের মৌলিক নীতি-বিশ্বাস পদদলিত করছে। তারা ক্ষমতার নেশায় দেশকেই বিক্রি করে দিচ্ছে। কিন্তু বিশ্ববাসী জেনে রাখুন বাহরাইনের বর্তমান শাসক গোষ্ঠীর কোনো বৈধতা জনগণের কাছে নেই।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সই করে।