ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তিনি আশা করছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা খুব শিগগিরই একটি ভালো চুক্তির দিকে নিয়ে যাবে।
৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য শুক্রবার জার্মানি পৌঁছার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আবদুল্লাহিয়ান বলেন, চলমান সংলাপে ইরানি প্রশাসনের পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে ইরান।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, “ভিয়েনা সংলাপে ইরান সক্রিয় পদক্ষেপ নেয়ার ফলে আমরা এখন একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। তবে এখন পশ্চিমা পক্ষগুলোকে অবশ্যই তাদের সত্যিকারের পদক্ষেপ নিতে হবে এবং আলোচনার ব্যাপারে তাদের উদার মানসিকতা ও দৃঢ়তার প্রমাণ দিতে হবে। যদি এটা হয় তাহলে আগামী কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সম্ভব।”
জার্মানি পৌঁছার পর শুক্রবার শেষ বেলায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। এতে তারা ভিয়েনা সংলাপ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।