ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা নতুন করে যেসব দাবি-দাওয়া তুলে ধরেছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না।
তিনি আরও বলেছেন, ইরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ভিয়েনায় সংলাপ হচ্ছে; কাজেই ভিন্ন দাবি উত্থাপন করে এই সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার চেষ্টা মেনে নেয়া হবে না।
তিনি বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অভিযোগ করেন। ভিয়েনা সংলাপে মধ্যস্থতার ভূমিকা পালন করছে ইইউ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা মধ্যস্থতাকারীর মাধ্যমে ভিয়েনা সংলাপে প্রতিদিন নতুন নতুন দাবি তুলে ধরছে। তারা এক্ষেত্রে মার্কিন জনমতের অজুহাত তুলে ধরছে। কিন্তু জনমতের কথা যদি বলতে হয় তাহলে ইরানেও আমরা জনমতের চাপের মুখে রয়েছি এবং এদেশের জনগণ তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বহাল রেখেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।
এ সময় বোরেল বলেন, ভিয়েনা সংলাপ এখন একটি স্পর্শকাতর অবস্থানে রয়েছে; কাজেই এখন আমেরিকা ও ইরান উভয়ের উচিত ছাড় দেয়ার মানসিকতা প্রদর্শন করা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা বৈঠক চলছে। এতে আমেরিকা পরোক্ষভাবে অংশ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও কার্যত তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি বহাল রেখেছেন।
তবে ভিয়েনা সংলাপের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, শিগগিরই এই সংলাপ থেকে একটি ফল বেরিয়ে আসতে এবং একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।