ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনের জেনিন শহরের এক তরুণ যে বীরত্বপূর্ণ অভিযান চালিয়ে কয়েকজন ইহুদিবাদীকে হত্যা করেছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে তুরস্ক এবং বাহরাইন। এই দুই দেশের নিন্দা জানানোয় ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
তুরস্ক এবং বাহরাইনকে লক্ষ্য করে হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা স্বীকৃত অধিকার। তুরস্ক এবং বাহরাইনের দূতাবাস থেকে তেল আবিবে বন্দুক হামলায় যে নিন্দা জানানো হয়েছে হামাস তার প্রতিবাদ জানাচ্ছে বলেও হাজেম কাসেম উল্লেখ করেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনি জাতির প্রতিরোধ আন্দোলন হচ্ছে নিজেদের রক্ষা এবং তাদের পরিচয় রক্ষার আন্দোলন যা আন্তর্জাতিক আইন নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরের বাসিন্দা রা’দ ফাথি হাজেম নামের ২৮ বছর বয়সী এক তরুণ তেল আবিবের রাস্তায় গুলি চালিয়ে অন্তত তিন ইহুদিবাদীকে হত্যা এবং যে ১৬ জনকে আহত করে। এ ঘটনাকে বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলন।
তিন সপ্তাহে এ নিয়ে গত অন্তত চারটি এ ধরনের হামলার ঘটনা ঘটল। হামলার বিরুদ্ধে ইসরাইলে তুরস্কের দূতাবাস নিন্দা জানিয়ে টুইটার পোস্টে একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। তেল আবিবের ভেতরে ফিলিস্তিনিদের এ ধরনের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তুর্কি দূতাবাস উদ্বেগও প্রকাশ করেছে। একইভাবে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা এবং ইহুদিবাদী ইসরাইল সরকারকে সমবেদনা জানিয়েছে।
বাহরাইন বলেছে, হামলার লক্ষ্য এবং যুক্তি যা-ই থাকুক না কেন, মানামা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।