ধূমকেতু নিউজ ডেস্ক : ইমরান খানের পতনের পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই মিয়া মোহাম্মদ শাহবাজ। ইমরান খান সরকারকে পতনের কথিত বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে পাকিস্তানের নবনির্বাচিত এই প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংসদে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। ইমরান খান যে কথিত চিঠিটি ৭ মার্চ পেয়েছেন বলে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে শাহবাজ শরীফ ষড়যন্ত্রের দাবিকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রীর পদে বসেই সংসদে দেওয়া প্রথম ভাষণে সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করেছেন শাহবাজ শরীফ। সোমবার তিনি জানিয়েছেন, ২০২২ সালের পহেলা এপ্রিল থেকেই এই আদেশ কার্যকর হবে।
এছাড়াও সামরিক ও বেসামরিক পেনশনভোগীদের ভাতাও ১০ শতাংশ বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন শাহবাজ। রমজানের প্যাকেজের আওতায় আটা ময়দার দাম কমানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
এছাড়াও চীনা প্রকল্পের গতি বাড়ানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চান শাহবাজ শরীফ। এসময় পাকিস্তানকে বিনিয়োগ স্বর্গ বানানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
সোমবার ইমরান খানের দল পিটিআই পার্লামেন্টে থেকে বেরিয়ে গেলে ১৭৪ সদস্যের ভোটে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। দায়িত্ব পেয়েই তিনি স্বাবলম্বী-স্বনির্ভর পাকিস্তান গড়ার ঘোষণা দিয়েছেন।