ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রাশিয়া। এর আগে তিনি কয়েক বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী ও স্বৈরশাসক বলে অভিহিত করেন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম গণহত্যার অভিযোগ আনলেন বাইডেন। গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছেন এবং গণহত্যা চালাচ্ছেন। আমেরিকার আইওয়া প্রদেশে এক অনুষ্ঠানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
বাইডেন বলেন, “ইউক্রেন থেকে যেসব প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট যে, রাশিয়া সেখানে গণহত্যা চালাচ্ছে। তবে গণহত্যা সংঘটিত হয়েছে কিনা সেটি আইনজীবীরাই জানাবেন, যদিও আমার মনে হয় সেটিই ঘটেছে।”
মঙ্গলবার বাইডেন আরেকটি ভাষণে বলেন, আমি একে গণহত্যাই বলছি, কারণ এটি আরও স্পষ্ট যে ইউক্রেনের মাধ্যমে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন এবং এই প্রমাণগুলো আরও বাড়ছে।
যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বাইডেন বলেন, অর্ধেক পৃথিবী দূরে এক স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছে, গণহত্যা চালাচ্ছে কিন্তু এটি মার্কিনিদের পরিবারের খরচ বাড়াবে না। তিনি গ্যাসের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেন।
জাতিসংঘের কনভেনশন অনুযায়ী, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে হত্যা, মানসিক বা শারীরিক নির্যাতন, বেঁচে থাকার জন্য ভয়ানক পরিস্থিতি সৃষ্টি এবং জন্মদানে বাধা দেয়ার মতো ঘটনাকে গণহত্যার অন্তর্ভুক্ত করা হয়। কোনো দেশের বিরুদ্ধে আনা সবথেকে বড় অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে গণহত্যা। ১৯৪৮ সালে আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়।