ধূমকেতু নিউজ ডেস্ক : যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পূর্বে রাশিয়া ইউক্রেনে পাঠানো সামরিক চালানে হামলা করার হুমকি দিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে অস্ত্র পাঠানোর নিন্দা জানিয়েছে মস্কো।
সিএনএনের খবরে বলা হয়েছে, চলমান অস্ত্রের চালান পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কূটনৈতিক নোট পাঠিয়ে রাশিয়া ‘অননুমেয় পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে।
পূর্বে সিএনএনের রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করছে- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঝুঁকি সহনশীলতা বেড়েছে। তবে ইউক্রেনে অস্ত্র সহায়তার জবাবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া আরও আগ্রাসী পদক্ষেপ নিতে পারে।
স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারি অস্ত্রও রয়েছে। পূর্ব ইউক্রেনে সম্ভাব্য বড় ধরনের রুশ হামলার আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেয়।