ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার বিশাল রণতরী মস্কভা বৃহস্পতিবার সমুদ্রের পানিতে ডুবে যায়। ইউক্রেনের দাবি তাদের ছোড়া নেপচুন মিসাইলের হামলায় জাহাজটি ডুবে গেছে।
মস্কভা সমুদ্রের যুদ্ধজাহাজ হলেও এটি ডুবে যাওয়ায় এর প্রভাব স্থলযুদ্ধেও পড়বে।
দ্য ইকোনোমিস্টের সামরিক সম্পাদক শশাঙ্ক জোসির বরাত দিয়ে এমন কথা জানিয়েছে গণমাধ্যম বিবিসি।
বিবিসিকে শশাঙ্ক জোসি জানিয়েছেন, জাহাজটিতে স্থলে হামলা করার কোনো মিসাইল ছিল না। মানে এটির স্থলে হামলা করার সক্ষমতা ছিল না। কিন্তু যে জাহাজগুলো স্থলে হামলা চালাতো তাদের আকাশ নিরাপত্তা দিত মস্কভা। এখন সেই নিরাপত্তাটি নেই।
এ ব্যাপারে শশাঙ্ক জোসি বলেন, জাহাজটিতে কোনো ক্রুস মিসাইল ছিল না যেগুলো স্থলে হামলা চালাতে পারে। কিন্তু এটি, যে জাহাজগুলো ক্রুস মিসাইল দিয়ে ইউক্রেনের কেন্দ্রস্থল ও দক্ষিণে অবস্থিত বিভিন্ন অবকাঠামোতে আঘাত করত সেগুলোকে আকাশ নিরাপত্তা দিত।
তিনি আরও বলেন, রূপক অর্থে একটি নৌ মেশিনের আকাশ প্রতিরক্ষা, কমান্ড ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অন্য জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে ও সরাসরি হামলা করার ক্ষেত্রে এটি ছিল কগ (গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ)।
তিনি আরও জানান, এই মস্কভা ইউক্রেনের জন্য বড় হুমকি ছিল। এটির কারণে ওডেসাতে ইউক্রেনকে বেশি জনবল রাখতে হয়েছিল।