ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানী কিয়েভ ছেড়ে যাওয়া বাসিন্দাদের এক্ষুণি শহরে ফিরতে নিষেধ করেছেন মেয়র ভিটালি ক্লিটসকো। শনিবার কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহতের পর মেয়র এই আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা আগুন লাগার পর ডুবে যায়। ইউক্রেন নেপচুন ক্ষেপণাস্ত্র দ্বারা ওই জাহাজে হামলার দাবি করে।
এই ঘটনার পর রাশিয়া ইউক্রেনে আক্রমণ বাড়ানোর ঘোষণা দেয়।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শনিবার রাজধানী কিয়েভের সাজোঁয়া যান নির্মাণ ও মেরামত প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই ঘটনার পর শহর ছেড়ে যাওয়া বাসিন্দাদের সতর্ক করেন ভিটালি ক্লিটসকো। তিনি বলেন, এখনি ফেরা নিরাপদ হবে না।
এক টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র বলেন, আমি আবারও সবার কাছে বিমান হামলার সাইরেন অবহেলা না করার অনুরোধ করছি। যারা কিয়েভ ছেড়েছে এবং শহরে ফিরতে চাচ্ছে আমি তাদের বিরত থাকার অনুরোধ করছি। তিনি সবাইকে নিরাপদস্থলে থাকার অনুরোধ জানান।