IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে’মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল সম্পাদক মোয়াজ্জেমবেরোবি ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ডভারত থেকে এলো ১০ হাজার ৫০০ টন চাল‘২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি, রিফাত রশীদের পদত্যাগ’শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে আহ্বায়ক নাহিদ সদস্য সচিব আখতারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভারহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনামোহনপুরে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তারনিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশধর্ষণের পর হত্যায় দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ডরাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণরহনপুর জ্ঞানচক্র একাডেমীর এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনাভেড়ামারায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বর্ষপূর্তির উৎসবে বক্তারামান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২
Home >> প্রবাস >> ভারতে বিরোধী ১৩ দলের যৌথ বিবৃতি

ভারতে বিরোধী ১৩ দলের যৌথ বিবৃতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলীয় নেতারা। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস-সহ ১৩ টি দল একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে এবং ওই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিরোধী দলের নেতারা বলেছেন, আমরা জনগণের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানাচ্ছি। আমরা হতবাক যে দেশে খাদ্য, পোশাক, বিশ্বাস, উত্সব এবং ভাষার মতো বিষয়গুলোকে ক্ষমতাসীন প্রতিষ্ঠান সমাজের মেরুকরণের জন্য ব্যবহার করছে।

এক যৌথ বিবৃতিতে বিরোধী দলের নেতারা বলেছেন ‘আমরা রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা এই আবেদন জারি করতে একত্রিত হয়েছি যে, খাদ্য, পোশাক, বিশ্বাস, উৎসব এবং ভাষা সম্পর্কিত বিষয়গুলোকে ক্ষমতাসীন প্রতিষ্ঠানগুলো যেভাবে আমাদের সমাজের মেরুকরণের জন্য ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা দেশে ঘৃণামূলক বক্তব্যের ক্রমবর্ধমান ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, যারা সরকারী সুরক্ষার অধীনে রয়েছে এবং যাদের বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিরোধী নেতারা বলেন, ‘আমরা দেশের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা জানাই। আমরা গভীরভাবে উদ্বিগ্ন, কারণ রিপোর্টগুলো থেকে বোঝা যায়, যে এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে সেখানে একটি ভীতিকর প্যাটার্ন রয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেয় এমন উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হয়। সরকারী পৃষ্ঠপোষকতায় ঘৃণা ও কুসংস্কার ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া এবং অডিও-ভিজ্যুয়াল প্ল্যাটফর্মগুলো যেভাবে অপব্যবহার করা হচ্ছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত।

বিরোধী নেতারা বলেছেন, ‘বিদ্বেষ এবং কুসংস্কার ছড়ানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অডিও ভিস্যুয়াল মাধ্যমকে সরকারি মদদেই অপব্যবহার করা হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক। গোটা ঘটনায় আশ্চর্যজনকভাবে নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই নীরবতার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়েছে, ওনার এই আচরণে আমরা স্তম্ভিত। যারা ধর্মান্ধতার প্রচার করছে বা যারা তাদের ভাষণে ও কাজে আমাদের সমাজে উত্তেজনা এবং উসকানি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, একটা শব্দও ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী। তার এই নীরবতা ওই ধরনের বেসরকারি সশস্ত্র বাহিনীর কাজকর্মকেই সরকারি মদদ যোগানোর সাক্ষ্য বহন করছে।

গণমাধ্যমে প্রকাশ, হিজাব, হালাল গোশত নিয়ে বিতর্ক, সংখ্যালঘু মুসলিম ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞার মতো ইস্যু, আমিষ-নিরামিষ খাবার নিয়ে বিতর্ক এবং এ সংক্রান্ত নির্দেশনা গোটা পরিস্থিতিতে ইন্ধন যুগিয়েছে। একইসঙ্গে রামনবমীর শোভাযাত্রা ঘিরে গুজরাট, মধ্য প্রদেশেসহ বিভিন্ন রাজ্যে সহিংস ঘটনা ঘটেছে। এ সব ঘটনাক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলসহ ১৩টি বিরোধী দল।

যৌথ বিবৃতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এতে সই করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, এনসিপি প্রধান শরদ পাওয়ার, আরজেডি প্রধান তেজস্বী যাদব, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই(এম-এল লিবারেশন)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাধারণ সম্পাদক পিকে কুনহালিকুট্টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728