ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি মঙ্গলবার ওমান সফর শেষে তেহরানে ফিরেছেন।
সোমবার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে তিনি ওমান সফরে যান। তাঁর সফরকালে দুই দেশের মধ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
জ্বালানি, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুই দেশের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় ইরানের প্রেসিডেন্ট রায়িসি ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাঈদ উপস্থিত ছিলেন।
ওমানের সুলতান ছাড়াও দেশটির উপ-প্রধানমন্ত্রী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রবাসী ইরানিদের সঙ্গে বৈঠক করেন ইব্রাহিম রায়িসি।
ওমান ও ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে এবং ক্রমেই বাণিজ্যিক লেনদেন বাড়ছে।