ধূমকেতু নিউজ ডেস্ক : ডোনবাস (লুহানস্ক ও ডোনেটস্ক) অঞ্চল ইউক্রেনেরই থাকবে বলে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার রাতে এক ভিডিও ভাষণে এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, রাশিয়া লিমান শহরকে দখল করেছে এবং সিভেরোডোনেটস্ক হামলা চালিয়ে যাচ্ছে।
জেলেনস্কি বলেন, “আমাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন তার ভূমি রক্ষা করবেই।”
তিনি বলেন, “যদি দখলদারের মনে করে যে লিম্যান বা সিভেরোডোনেটস্ক তাদের হবে, তবে তারা ভুল করছে। ডোনবাস ইউক্রেনেরই থাকবে।”
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news