ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় আফগান সীমান্তে রোববার সেনা অভিযানে চার বিচ্ছিন্নতাবাদীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন।
এ সময় সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের এক সেনা সদস্যও নিহত হন। খবর আলজাজিরার।
অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী সূত্রে জানানো হয়েছে।
২০১৭ সাল থেকেই উত্তর ওজিরিস্তানে শক্ত ঘাঁটি গেড়ে বসে আফগান বিচ্ছিন্নতাবাদী ও স্থানীয় সন্ত্রাসী গ্রুপ।
দুর্গম এ এলাকাটিতে প্রায়ই অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অঞ্চলটি পাকিস্তানি তালেবানরা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে যাচ্ছে বহুদিন ধরে।