ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের কাছে কয়লা বিক্রি বন্ধ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। গতকাল (রোববার) ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
তিনি এক বিবৃতিতে বলেন, “বোমা তৈরির জন্য ইসরাইল কলম্বিয়ার কয়লা ব্যবহার করে যাতে ফিলিস্তিনি শিশুরা মারা যাচ্ছে। ফলে কলম্বিয়ার থার্মাল কয়লা ইসরাইলে রপ্তানি করা নিষিদ্ধ।”
গত ১৪ জুলাই প্রেসিডেন্ট গুস্তাভো একটি ডিক্রি জারি করেন। এতে তিনি এবং দেশের কয়েকজন মন্ত্রী ও চ্যান্সেলর লুইস গিলবার্টো সই করেছেন। এই নিষেধাজ্ঞা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।
এক সময় কলম্বিয়া ছিল ইসরাইলের অন্যতম প্রধান কয়লা সরবরাহকারী দেশ।
এর আগে গুস্তাভো ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং চলতি বছরের শুরুতে ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনা বন্ধ করারও ঘোষণা দেয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew