ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে মেইস আল-জাবাল নামে একটি গ্রামের ৯ বছরের শিশু হুসেইন চারতৌনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওটিতে দেখা যায় ইসরাইলের সীমান্তঘেঁষা লেবাননের গ্রামটি থেকে দৌড়ে একটা মুরগী ইসরাইলি সেনাদের দিকে তেড়ে যায়।
এতে ভয়ে আর আতঙ্কে আকাশের দিকে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে তারা। এক পর্যায়ে তারা মুরগীটি ধরে নিয়ে যায়।
এ সময় লেবাননের ৯ বছর বয়সী শিশু হুসেইন চারতৌনি গিয়ে তার মুরগী ফেরত চাইলেও তাকে তা দেয়া হয়নি। খবর মিডলইস্ট মনিটরের।
গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে ইসরাইলি সেনাদের ভয় পাওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে দ্রুত ভাইরাল হয়ে যায়।
বেশ কিছুদিন ধরে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সশস্ত্র ইসরাইলি সেনাদের কাছে গিয়ে মুরগী ফেরত চেয়ে তর্কে জড়ানোর যে সাহসিকতা দেখিয়েছে; লেবাননের এ শিশু- তাতে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ।