ধূমকেতু নিউজ ডেস্ক : গেল বছরের ৩১ ডিসেম্বর চীন সরকারের ওয়েবসাইটে উহানে অজ্ঞাত নিউমোনিয়ায় মানুষের সংক্রমিত হওয়ার ঘোষণা দেয়া হয়। পরে দেখা গেল সেই অজ্ঞাত নিউমোনিয়াই আসলে করোনাভাইরাস।
৯ জানুয়ারি একে ‘নতুন করোনাভাইরাস’ হিসেবে চিহ্নিত করেন চীনের বিজ্ঞানীরা। একইদিন এ ভাইরাসে প্রথম মৃত্যু হয় উহানের একটি হাসপাতালে। চীনের বাইরে করোনায় প্রথম মৃত্যু ফিলিপাইনের ম্যানিলায় ৪ ফেব্রুয়ারি। এরপরই বদলে যেতে থাকে বিশ্ব। একে একে ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এ ভাইরাস। ১৫ এপ্রিল করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি মাস্ক পরা ও সাবান-পানি দিয়ে হাত ধোয়াসহ নানা স্বাস্থ্য নির্দেশনা জারি করে সংস্থাটি।
এদিকে করোনাভাইরাস ঠেকাতে একের পর এক বিভিন্ন দেশ ও শহরে লকডাউন জারি করা হয়। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। সীমিত হয় অর্থনৈতিক কার্যক্রম। গৃহবন্দি মানুষ করোনা থেকে বাঁচার পথ খুঁজতে থাকেন। করোনার ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। গেল এক বছরে দুই শতাধিক ভ্যাকসিন নিয়ে কাজ করেন তারা।
তিন ধাপে হিউম্যান ট্রায়ালের পর বেশ কয়েকটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য অনুমোদন পায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এসব টিকা দেয়া শুরু হয়েছে। বছরের শেষ দিকে অনেক দেশ লকডাউন তুলে নিলেও এখনও স্বাভাবিক হয়নি বিশ্ব, বরং যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে করোনার দাপট আরও বেড়েছে।
৩১ ডিসেম্বর চীন সরকারের ওয়েবসাইটে উহানে অজ্ঞাত নিউমোনিয়ার ঘোষণার পরদিন ১ জানুয়ারি সেখানকার সামুদ্রিক মাছের বাজার থেকে একটি সন্দেহজনক ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়।
ওই দিনই চীনা সামাজিক মাধ্যমগুলোতে উহানের হাসপাতালে অশুভ লক্ষণ নিয়ে রোগী ভর্তির তথ্য ছড়িয়ে পড়ে। এ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। তাইওয়ানের কর্তৃপক্ষ বিষয়টি সতর্কতার সঙ্গে গ্রহণ করে। তারা উহান থেকে আসা ফ্লাইটগুলোতে ফ্লুর উপসর্গ থাকা রোগীদের শনাক্ত করে।
৯ জানুয়ারি রহস্যময় ভাইরাসটিকে করোনাভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়। চীনা বিজ্ঞানীরা বলেন, উহানের অসুস্থ রোগীরা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আগে সার্স ও মার্স নামে মহামারি সৃষ্টিকারী দুটি ভাইরাসের মতোই নতুন ভাইরাসটিও মারাত্মক। এদিন ৬১ বছর বয়সী এক ব্যক্তি এতে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স বের করেন চীনের বিজ্ঞানীরা।
এরপর উহানে লকডাউন জারি করে চীনা কৃর্তপক্ষ। একই দিন দেশটির বাইরে ইরানে প্রথম সংক্রমণের ঘটনা পাওয়া যায়। ২০ জানুয়ারি উহান থেকে যুক্তরাষ্ট্রে ফেরা ৩৫ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশি নিয়ে ওয়াশিংটন হাসপাতালে ভর্তি হন।
এরপর দেশটি থেকেও করোনা সংক্রমণের খবর আসে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এভাবে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়তে থাকে ভাইরাস। এ কারণে অনেক দেশ আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে একপর্যায়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্ব।
১৫ এপ্রিল করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ওই দিন তিনি বলেন, চীনের বাইরে গেল দুই সপ্তাহে এই ভাইরাস প্রায় ১৩ গুণ বেড়েছে। আমরা এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সাধারণত কোনো রোগ যখন একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তখন তাকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়।
ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, এক বছরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮ কোটি ২৪ লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১৮ লাখ মানুষ। তবে আক্রান্তদের ৯৭ শতাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ৫ কোটি ৮৪ লাখ মানুষ করোনা জয় করেছেন। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্রমণ ও মৃত্যু দুই ক্ষেত্রেই দেশটির অবস্থান শীর্ষে।
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত প্রায় ২ কোটি, মারা গেছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটিতে আক্রান্ত ১ কোটি ২ লাখের বেশি, মৃত্যু দেড় লাখ। এরপর রয়েছে যথাক্রমে- ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি। এ তালিকায় ২৭তম স্থানে আছে বাংলাদেশ।
টিকা আবিষ্কার : জাতিসংঘের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের দুই শতাধিক টিকা নিয়ে কাজ শুরু করেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এর মধ্যে ১৪০টি টিকার এখনও মানবদেহে পরীক্ষা শুরু হয়নি। একে বলা হয় প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল। বিজ্ঞানীরা এখনও এসব টিকা নিয়ে গবেষণা করছেন, পশু বা প্রাণীর ওপর প্রয়োগ করে কার্যকারিতা যাচাই করছেন। ১৯টি টিকার ক্লিনিক্যাল টেস্ট হয়েছে।
এর মধ্যে এগারোটি টিকা নিরাপদ বলে দাবি করেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। ডিসেম্বরে তিনটি টিকা বিভিন্ন দেশে প্রয়োগের জন্য অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সবার আগে যুক্তরাজ্যে অনুমোদন দেয়া হয় যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের করোনার টিকা। পরে কানাডা ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে এর অনুমোদন দেয়।
এর কয়েকদিন পর যুক্তরাষ্ট্রে মডার্নার টিকার অনুমোদন দেয় সেদেশের ঔষধ প্রশাসন। ফাইজার ও মডার্না দাবি করে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর। সবশেষ বুধবার যুক্তরাজ্যে অনুমোদন পায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এটি ৭০ শতাংশ কার্যকর বলে দাবি করেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। তবে এরও কয়েক মাস আগে রাশিয়া ও চীন নিজেদের তৈরি ভ্যাকসিন নিজেদের দেশে প্রয়োগের জন্য অনুমোদন দেয়।
উৎপত্তিস্থল চীনের উহানে আতঙ্ক কাটেনি : ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনার উৎপত্তি হলেও এখন সেখানে এর কোনো চিহ্ন নেই। টানা ৭৬ দিন উহানে কঠোর লকডাউন জারি থাকে। এখনও চীনের এই শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সি ফুড, রেড মিট ও সবজির মার্কেট আলাদা করে দেয়া হয়েছে।
অন্যান্য দোকানও খুলেছে। কিন্তু স্থানীয় মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। বেশিরভাগ সময়ই মার্কেট ফাঁকা থাকছে। যারা সেখানে যাচ্ছেন, তাদের শরীরের তাপমাত্রা দেখছেন নিরাপত্তারক্ষীরা। তবে সাংবাদিকদের সতর্ক করে দেয়া হচ্ছে- মার্কেটের ভেতরে কোনো ছবি তোলা যাবে না।
উহানে সি ফুডের ওই মার্কেটের দ্বিতীয় তলে একটি চশমার দোকানের এক কর্মী বলছেন, অনেকেরই হয়তো এই মার্কেট সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছে। কিন্তু এখন এই বিল্ডিং ফাঁকা। এই ফাঁকা বিল্ডিং নিয়ে উদ্বেগের কী আছে?
হংকং বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজির অধ্যাপক জিন ডং-ইয়ান জানিয়েছেন, ‘উহানেই প্রথম করোনা সংক্রমণ দেখা যায়। ফলে করোনার উৎস খুঁজে বের করা জরুরি। অনেকের অনুমান, প্রাণীদের শরীর থেকেই ভাইরাস ছড়িয়েছে। অনেকে আবার বলছেন, মানুষের শরীর থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ফলে ঠিক কী হয়েছে, সেটা জানা জরুরি।