ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও ডেমোক্র্যাটদলীয় প্রার্থী এগিয়ে রয়েছেন।
রিপাবলিকান প্রার্থী কেলি লোফলার ও ডেভিড পের্ডু এবং ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জোন অসফের মধ্যে এ লড়াই চলছে।
রাফায়েল ওয়ার্নাক তার নিজের ভাষণে বিজয়ের আভাস দিয়েছেন। তিনি বিজয়ী হয়েছেন বলে টুইটারে পোস্ট দিয়েছেন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য স্ট্যাটিস আব্রাস। কিন্তু কাউকে বিজয়ী ঘোষণার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে গণমাধ্যমের খবর বলছে।
যদি রাফায়েল বিজয়ী হতে পারেন, তবে জর্জিয়া থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হবেন তিনি।
স্ট্যাটিস বলেন, আমাদের পরবর্তী সিনেটর রাফায়েলকে স্বাগত। গত জানুয়ারিতে আমার ঘনিষ্ঠ বন্ধু রাফায়েলকে প্রার্থী হতে অনুরোধ করেছিলাম।
তবে রিপাবলিকান কেলি লোফলার এখনও পরাজয় মেনে নেননি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বিজয়ের পথে আছি। এই নির্বাচনে আমরা জয়ী হতে যাচ্ছি।
কেলি বর্তমানে রাফায়েল ওয়ার্নকের চেয়ে ৩৫ হাজার ভোটে পিছিয়ে আছেন। কেলি বলেন, কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দিতে আপত্তি জানাতে আগামীকাল তিনি ওয়াশিংটন ফিরছেন।
আর জন জোসফ এক হাজারেরও কম ভোটে ডেভিড পেরডুকে পেছনে ফেলে দিয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জর্জিয়ায় সিনেটের দুটি আসনেই হারতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা। আর ভোটের বৈধতা নিয়েও তারা ভিত্তিহীন অভিযোগ তুলছেন।
কংগ্রেসে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিকে দুটি আসনে জিততে হবে। আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে একটি আসনে জিততে হবে।
এই চার প্রার্থীর কেউই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। জর্জিয়ার নির্বাচনী বিধি অনুযায়ী তাই সেখানে আবার ভোট হচ্ছে। বিবিসির খবরে জানা যায়, ৫৯ শতাংশ ভোট গণনা হয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বুথফেরত জরিপে ৪০ শতাংশ ভোট গণনা করা হয়। বুথফেরত জরিপে রিপাবলিকানদের পক্ষে ৪৯ শতাংশ ও ডেমোক্র্যাটদের পক্ষে ৪৮ শতাংশ সমর্থন দিয়েছে।
কৃষ্ণাঙ্গদের ২৯ শতাংশ ভোট রয়েছে। তাদের ভোট ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে। আর সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গদের ভোট রিপাবলিকানদের পক্ষে। নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে নিজেদের পছন্দের ছাপ রয়েছে জর্জিয়ার নির্বাচনেও। ট্রাম্পের সমর্থক জর্জিয়াবাসী পের্ডু ও লোফলারকে ভোট দিচ্ছেন। আর বাইডেনের সমর্থকরা ভোট দিচ্ছেন ওয়ার্নক ও অসফকে।
অসফ ও ওয়ার্নক দুজন জিতে গেলে হোয়াইট হাউস, সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভে ডেমোক্র্যাটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।