ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হাতে নিহত ইয়াজিদি সম্প্রদায়ের ১০৪ সদস্যের দেহাবশেষ গণকবর থেকে তুলে এনে দাফন করা হয়েছে।
২০১৪ সালে নিহত এই ব্যক্তিদের দেহাবশেষ শনাক্ত করে গণকবর থেকে তুলে আনা হয়, তার পর শনিবার নিনেভা প্রদেশের সিঞ্জার পর্বতের নিকটবর্তী কোহো গ্রামে দাফন করা হয়। খবর বিবিসির।
উত্তর ইরাকে ইয়াজিদিদের এলাকাগুলোতে ওই সময় আইএস হামলা চালিয়ে কয়েক হাজার পুরুষকে হত্যা করেছিল, পাশাপাশি নারী ও শিশুদের দাস বানায় এবং ধর্ষণ করে।
জাতিসংঘ জানিয়েছে, আইএস এই সম্প্রদায়টির বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশনের প্রধান খাইরি আলী ইব্রাহিম জানান, নিহত ওই ১০৪ জনের সবাই পুরুষ এবং আইএস তাদের সবাইকে ২০১৪ সালের আগস্টে হত্যা করেছিল।
ইয়াজিদি মানবাধিকারকর্মী মির্জা দিনায়ি বলেন, নিহতদের দেহাবশেষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রথম পদক্ষেপ এটি।
২০১৪ সালের ৩ অগাস্ট আইএস হামলা চালানোর আগে ইরাকে আনুমানিক সাড়ে পাঁচ লাখ ইয়াজিদি বসবাস করত। প্রায় সাড়ে তিন লাখ ইয়াজিদি পালিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে।