ধূমকেতু নিউজ ডেস্ক : কংগ্রেসে অভিশংসিত হয়ে দ্বিতীয় দফায় সিনেটে অভিশংসন থেকে রেহাই পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা তো কেবল শুরু হয়েছে’।
তিনি বলেছেন, গ্রেট আমেরিকার তৈরির লক্ষ্যে আমাদের ঐতিহাসিক, দেশপ্রেমের ও সুন্দর আন্দোলনের যাত্রা শুরু হলো। ট্রাম্পের টুইটের বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অভিশংসন আটকে দেওয়ায় সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যদের ধন্যবাদ জানান সাবেক প্রেসিডেন্ট। তিনি এক বিবৃতিতে বলেন, জনগণের জন্য মহান আমেরিকা উপহার দেওয়ার যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে। এ জন্য আমাদের বহু কাজ এখনও বাকি। আমেরিকানদের জন্য উজ্জ্বল, আলোকিত ভবিষ্যৎ গড়ার ভিশন নিয়ে কাজ শুরু হবে শিগগিরই।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তোলেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। শনিবারের ভোটে তাদের সঙ্গে সাত রিপাবলিকান আইনপ্রণেতাও ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেন। সব মিলিয়ে ৫৭ আইনপ্রণেতা ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দেন। কিন্তু ট্রাম্পকে অভিশংসনের জন্য দুই-তৃতীয়াংশ ভোটাভুটির প্রয়োজন ছিল।