ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমবারের মতো ঐতিহাসিক সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার দুই ঘণ্টার সফরে আরব আমিরাতে যাবেন নেতানিয়াহু। সফরের পুরো সময় আবুধাবির বিমানবন্দরে থাকবেন তিনি। খবর আল আরাবিয়ার।
নেতানিয়াহুর এ সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন রয়েছে। তবে সফর সংক্রান্ত কোনো বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর বা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।
সেসময় দেশ দুটি সফরের ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি এ সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী বাহরাইন যাবেন কি না তা এখনও নিশ্চিত নয় বলে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এতে সঙ্গ দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি আরব দেশ।
এরমধ্যে গত নভেম্বরে নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর বেরিয়েছিল।