ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হামলায় ইসরাইলের সেনাসদস্যসহ এ পর্যন্ত দেশটির ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
বুধবার ইসরাইলের সংবাদমাধ্যম হারের্জট জানায়, মঙ্গলবার সীমান্ত থেকে হামাসের নিক্ষিপ্ত রকেট হামলায় ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইসরাইলের সেনাবাহিনীর সদস্য, ১৬ বছরের বালিকা ও তার ৫২ বছর বয়সী বাবা রয়েছেন। এছাড়াও ৮ ইসরাইলি আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে বুধবার পর্যন্ত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ৩০৪ জন আহত হয়েছেন।
জেরুসালেমের বিমান হামলার জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়ে হামাস।
ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬৩০টির বেশি রকেট ফায়ার করা হয়ছে৷ যদিও তার মধ্যে ২০০টি আইরন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমে আটকে যায়৷ অন্যদিকে আরও ১৫০টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়৷