ধূমকেতু নিউজ ডেস্ক : আর্মেনিয়ার আকাশে সে দেশের একটি জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করার কথা অস্বীকার করেছে তুরস্ক।
তুরস্ক আর্মেনিয়ার এ অভিযোগকে ‘নির্জলা মিথ্য’ বলে প্রত্যাখ্যান করেছে। খবর ডেইলি সাবাহর।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনীর একটি রুশ সুখোই এসইউ-২৫ জঙ্গিবিমান যখন সামরিক দায়িত্ব পালন করছিল, তখন তুরস্কের একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে।
এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
আর্মেনিয়া আরও জানায়, তুরস্কের যুদ্ধবিমানটি আজারবাইজানের গানজা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং এটি আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় মোতায়েন আর্মেনিয়ার সেনাদের পাশাপাশি আশপাশের আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে।