ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও তোপ দেখেছন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘২ মে’র পরের ঘটনা নিয়ে আমি চিন্তিত। স্বাধীনতার পর এমন অশান্তি দেখা যায়নি। ৭ সপ্তাহে কেন ব্যবস্থা নিল না রাজ্য সরকার? কেউ গ্রেপ্তার হয়নি। কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। ঘরছাড়াদের কাছে গিয়ে কেউ সান্ত্বনা দিয়েছেন? মুখ্যমন্ত্রী কেন চুপ? প্রশাসনের উচিত রাজ্যবাসীর আস্থা ফেরানো।’
এদিকে ৪ দিনের দিল্লি সফর শেষে শনিবার কলকাতায় ফিরেছেন ধনখড়। এর পরদিনই রোববার বিকালে রাজভবনে তার সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী।
তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড় বিজেপি নেতাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সাংবিধানিক পদে থেকে তার কথাবার্তা যতটা নিরপেক্ষ থাকা দরকার ছিল তিনি তা মানছেন না। তার আচরণ হয়ে যাচ্ছে বিজেপির নেতাদের মতো।