ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনার দৈনিক সংক্রমণ মঙ্গলবার ৩০ হাজারের ঘরে নামলেও বুধ এবং বৃহস্পতিবার তা রয়েছে ৪২ হাজারের বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লাখ ১২ হাজার ১১৪। খবর আনন্দবাজার অনলাইনের।
বুধবাররের তুলনায় না বাড়লেও ভারতের দৈনিক মৃত্যু ৫০০-র বেশিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। পুরো মহামারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ২৬ হাজার ২৯০ জনের। সংক্রমণের জেরে গত দু’দিন ধরেই বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ১১ হাজার ৭৬ জন।
ভারতে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরালা। ভারতের দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি হয়েছে দক্ষিণের এ রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন। মহারাষ্ট্রে আক্রান্ত ৬ হাজার ১২৬ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,৪৪২), তামিলনাড়ু (১,৯৪৯), কর্নাটক (১,৭৬৯), ওড়িশা (১,৩১৫) এবং আসাম (১,০৬৫)।
ভারতের বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের কম। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের দৈনিক সংক্রমণ নতুন করে চিন্তা বাড়াচ্ছে। মিজোরামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৮৭ জন, মণিপুরে ৭৬৫, মেঘালয়ে ৫২১, অরুণাচল প্রদেশে ৩১৯।