ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও ৪০ হাজার ছাড়িয়েছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। মঙ্গলবার অবশ্য আক্রান্তের সংখ্যা নেমেছিল ৩২ হাজারের নীচে। করোনা পরীক্ষা গত ২৪ ঘণ্টায় বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। বুধবার প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সংক্রমণের হারও ২ শতাংশের বেশি রয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৪৪ জন।
পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। মহারাষ্ট্র এবং কেরালা – ভারতের এ দুই রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা শতাধিক। ওড়িশা এবং পাঞ্জাবে তা ৫০-এর বেশি।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বৃদ্ধিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ৫৪১। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন। এর মধ্যে ২ লাখ ১৯ হাজারের বেশি সক্রিয় রোগী শুধুমাত্র কেরালায়। মহারাষ্ট্রে তা ৫৪ হাজার ৭৬৩। কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সক্রিয় রোগী রয়েছে যথাক্রমে ১৮, ১৬, ১৪ হাজারের ঘরে। বাকি রাজ্যগুলোতে তা ১০ হাজারের কম। বেশ কয়েকটি রাজ্যে তা হাজারের নীচে।