ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সের দক্ষিণে উত্তাল ভূমধ্যসাগরের সৈকতে সাঁতার কাটতে নেমে ডুবে অন্তত ৭ জনের প্রাণহানী হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।
জানা যায়, সৈকতে ঢেউয়ের মধ্যে সাঁতার কাটছিলেন ওই সাতজন। এ সময় তীব্র ঝড়ো বাতাসে সমুদ্রের পানিতে তারা ভেসে যান। এদের মধ্যে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হেরল্ত সৈকতে পাঁচজনের প্রাণ গেছে। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।
বাকি দুজন মারা গেছেন রৌচি-দু-রৌন সৈকতে। তাদের বয়স যথাক্রমে ৫৮ ও ৭১। এসব ঘটনায় আরও কয়েকজনেক উদ্ধার করা হয়েছে। একজন উঁচু পাথর থেকে লাফিয়ে সাগরে পড়ে সাঁতরানোর চেষ্টা করেছিলেন। শেষে আর মারা যান।
ফ্রান্সের উপকূলীয় শহর ভিয়াসের মেয়র জর্ডান ডার্টিয়ার বলেন, ‘আমি বুঝতে পারি না সমুদ্র যখন উত্তাল, তখন লোকজন কিভাবে পানিতে নামে। এটি আমাদের এ অঞ্চলের জন্য একটি নাটকীয় দিন।’