ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, মার্কিন সেনারা যদি সিরিয়ার ভূখণ্ড থেকে চলে না যায় তাহলে তাদেরকে আফগানিস্তানের পরিণতি বরণ করতে হবে।
রাশিয়ার ২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ফয়সাল আল-মিকদাদ গতকাল (শুক্রবার) এ মন্তব্য করেন। তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনাদের উপস্থিতি অবৈধ এবং অবশ্যই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। যদি তারা না যায় তাহলে তাদেরকে সিরিয়াতে আফগানিস্তানের পরিণতি বরণ করতে হবে।”
সম্প্রতি আফগানিস্তান থেকে যে মারাত্মক গোলযোগ অবস্থার ভেতর দিয়ে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়েছে ফয়সাল মিকদাদ তার এ বক্তব্যের মধ্য দিয়ে সে দিকে ইঙ্গিত করেছেন।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার সহিংসতা মোকাবেলায় পদক্ষেপ নেয়। এই সুযোগে আমেরিকা অবৈধভাবে সিরিয়ার ভূখণ্ডে সেনা মোতায়েন করেছে। বাশার আল আসাদের সরকার বারবার আমেরিকাকে সেনা প্রত্যাহার করার অনুরোধ জানালেও আমেরিকা সেনা সরিয়ে নেয় নি।