ধূমকেতু নিউজ ডেস্ক : জাপানের উত্তর-পশ্চিম উপকূলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ তীব্র ভূকম্পন অনুভূত হয়। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপান ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের নানাও শহর থেকে ২৪১ কিলোমিটার দূরে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার গভীরে।
শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব দক্ষিণ কোরিয়াতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, শক্তিশালী ভূকম্পন হলেও আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত জাপানে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ায় দেশটিতে শক্তপোক্ত ভবন নির্মাণে কঠোর নীতি অনুসরণ করা হয়।