IMG-LOGO

বুধবার, ৪ঠা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার মৃত্যু 

বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার মৃত্যু 

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী করোনার দাপট আরও বেড়েছে। গত একদিনে নতুন করে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ফলে মৃতের সংখ্যা দুই কোটির ঘরে প্রবেশ করেছে। অন্যদিকে, আক্রান্ত হয়েছেন আরও আড়াই লাখের বেশি মানুষ। সমান সংখ্যক সুস্থতা লাভ করায় বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৫৩ লাখ পেরিয়েছে।

 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ হাজার ৬৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৭ লাখ ৯০ হাজার ১৯৫ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে ২ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৬৯ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। 

 

যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।

 

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

 

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৫৭ লাখের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন।

 

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৪ লাখ ৬০ হাজারের বেশি। প্রাণহানি ১ লাখ ১১ হাজার ১৮৯ জনে ঠেকেছে।

 

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত এক দিনেই ৬৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৫ হাজার টপকেছে। প্রাণহানি বেড়ে ৫৩ হাজার ৯৯৪ জনে ঠেকেছে।

 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৩৭ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৯৮৯জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

 

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৯৬ হাজার। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৪২৩ জনের।

 

পেরুতে আক্রান্ত ৫ লাখ ৫৮ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ২৬ হাজার ৮৩৪ জন।

 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ ৩৭ হাজার। প্রাণ গেছে ৫৮ হাজার ৪৮১ জন মানুষের।

 

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৫ লাখ ২ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯৭৯ জনের।

 

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৯০ হাজার। এর মধ্যে ১০ হাজার ৫৭৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

 

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৮৭ হাজারের বেশি। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৭৯৭ জনের।

 

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৫০ হাজার। প্রাণহানি ঘটেছে ২০ হাজার ১২৫ জনের।

 

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ২১ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৩৯৭ জন মানুষের।

 

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫০৬ জন।

 

আর্জেন্টিনায় করোনা হানা দিয়েছে ৩ লাখ ১২ হাজার মানুষের দেহে। প্রাণ কেড়েছে ৬ হাজার ৩৩০ জনের।

 

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৯০ হাজার। মৃত্যু হয়েছে ৬ হাজার ২০১ জনের।

 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৭৮১ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news