ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু হয়েছে।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন চালুর ইচ্ছে প্রকাশের কয়েকদিন পর দুই দেশের মধ্যে ফের যোগাযোগ শুরু হলো। খবর বিবিসির।
সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, আগস্টের পর থেকে দুই কোরিয়ার কর্মকর্তারা ফোনে কথা বলেছেন।
এক বিবৃতিতে বলা হয়, উত্তর-দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের যোগাযোগ লাইন চালুকে দুই কোরিয়ার সম্পর্ক পুনরুদ্ধারে একটি ভিত্তি হিসেবে মূল্যায়ন করছে সরকার।
যদিও এর আগে বেশ কয়েকবার দুই দেশের মধ্যে হটলাইন বিচ্ছিন্ন করা হয়েছিল।
উত্তর কোরিয়া সম্প্রতি তাদের অস্ত্র পরীক্ষা বাড়িয়েছে। এক মাসের কম সময়ে দেশটি চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে পরিষ্কার— অস্ত্র উন্নয়ন বন্ধের কোনো ইচ্ছা উত্তর কোরিয়ার নেই।
২০২০ সালে উত্তর-দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি শীর্ষ সম্মেলন ব্যর্থ হওয়ার পর সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা একটি সীমান্ত অফিস গুঁড়িয়ে দেয় পিয়ংইয়ং।
একই বছরে উত্তর কোরিয়া উত্তেজনা বাড়ার পর উভয় দেশের নেতার মধ্যে হটলাইন এবং সামরিক যোগাযোগের চ্যানেলসহ দক্ষিণের সঙ্গে সব যোগাযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়।
এরপর চলতি বছরের আগস্টে হটলাইন পুনরায় চালু করা হয়। এ সময় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেওয়ার কারণে ফের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পিয়ংইয়ং।
১৯৫৩ সালের পর থেকে এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে এখনও কোনো শান্তিচুক্তি হয়নি।