ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাজ্যে। করোনা সংক্রমণ রোধে বাংলাদেশসহ ৩২ দেশকে লাল তালিকা থেকে সরিয়ে আনলেও বিভিন্ন বিধিনিষেধ আরোপিত রেখেছিলো ব্রিটিশ সরকার। তবে এসব দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তাই বাংলাদেশসহ ৩২ দেশের ওপর আরোপিত সেসব বিধিনিষেধ শিথিল করেছে ব্রিটিশ সরকার। খবর এনডিটিভি।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই সিদ্ধান্তের কারণে আরও সহজেই অধিক সংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে যাত্রীরা।
এই পরিবর্তনগুলো ভ্রমণকে আরও সহজ করে তুলবে জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রুজ বলেন, এই পরিবর্তনগুলো ব্যবসায় হবে অগ্রগতি। আর পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সহজেই দেখা করা সম্ভব হবে। মানুষকে নিরাপদ রাখার পাশাপাশি আমরা সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। এটাই আমাদের অগ্রাধিকার।
এনডিটিভির খবরে বলা হয়ে, যুক্তরাজ্যের লাল তালিকায় এখনো যেসব দেশ আছে, সেসব দেশে ব্রিটিশদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণে না যেতে পরামর্শ দেয়া হয়েছে। কারণ সেসব দেশে ব্রিটিশদের জন্য ঝুঁকি খুব বেশি।
যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে, সেগুলো হলো- বাংলাদেশ, জিবুতি, টোকেলাউ ও নিউ, ফিজি, গাম্বিয়া, গায়েনা, বিষুবীয় গিনি, কাজাখস্তান, কসোভো, কিরিবতী, লাইবেরিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, মাদাগাস্কার, মালয়েশিয়া, সেনেগাল, টোগো, টোঙ্গা, সলোমন আইল্যান্ডস, আর্মেনিয়া, কমোরোস, বেলারুশ, বেনিন, মার্শাল আইল্যান্ডস, নাউরু, মাইক্রোনেশিয়া, টুভালু, আমেরিকা সামোয়া, ভানুয়াতু, কঙ্গো, ঘানা এবং ফ্রেঞ্চ পলিনেশিয়া।


