ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে করোনা মহামারিতে নতুন শনাক্ত রোগীর সঙ্গে আরও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৬০ জন।। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯২১ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৮৮ হাজার ৬৮৭ জনে।
হিসেবে দেখা যায়, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮০০ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারের বেশি। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৭৫৫ জনে।
গত একদিনে মৃত্যু ও শনাক্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছেও দেশটিতে। এরপরই রয়েছে রাশিয়া-মেক্সিকো।
চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।