ধূমকেতু নিউজ ডেস্ক : ওমিক্রনের সংক্রমণের কারণে পশ্চিমা দেশগুলোতে বড়দিনের আনন্দ প্রায় মাটি হয়ে গেছে। বড়দিন উপলক্ষে ভ্রমণকারীদের যাতায়াত বন্ধে বানিজ্যিক বিমান সংস্থাগুলো সাড়ে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে।
ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার অন্তত দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববারের আরও ৬০০ ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বাতিল করা হয়েছিল প্রায় দুই হাজার ৪০০ ফ্লাইট।
বছরের এই সময়টি বিমান সংস্থাগুলোর জন্য বড় বানিজ্যের সময়।
তবে সংস্থাগুলো জানিয়েছে, করোনা শনাক্ত হওয়ায় তাদের অনেক কর্মী এখন আইসোলেশনে। এ কারণে তারা কর্মী সংকটে ভুগছেন। বাধ্য হয়ে লুফথানসা, ডেল্টা, ইউনাইটেড এয়ালাইন্সসহ বিভিন্ন সংস্থা তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে এনেছিল চলতি মাসের শুরুতেই।