ধূমকেতু নিউজ ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা রাজ ও ডিকের পরবর্তী ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শহিদ কাপুর। সেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণের অভিনেত্রী মালবিকা মহানন।
আসন্ন এই ওয়েব সিরিজটি মুক্তি দেওয়া হবে আমাজনে।
সিরিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে সামনের বছর মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরু থেকে। মালবিকা সব থেকে বেশি পরিচিত পেট্টা এবং বাইন্ড দ্য ক্লাউডের মতো সিনেমার জন্য।
শিরোনামহীন এই সিরিজটির গল্পের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক এবং প্রযোজক। তবে ধারণা করা হচ্ছে এটি অ্যাকশন থ্রিলার হবে। রাজ এবং ডিকে বর্তমানে তাদের সফল ওয়েব সিরিজ ২০১২ সালে মুক্তি পাওয়া ফ্যামিলি ম্যানের সিক্যুয়াল ‘ফ্যামিলি ম্যান ২’- এর পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন।
এদিকে শহিদ কাপুর আমাজনের সাথে প্রায় ৬০ কোটির রুপির এক মাল্টি-প্রজেক্টে চুক্তি করেছেন। যার মধ্যে রাজ এবং ডিকের এই ওয়েব সিরিজটিও রয়েছে।