ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনায় আক্রান্ত। তার সেবা করে মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফারুক বর্তমানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিলেও মেয়ে বাসায়ই আইসোলেশনে রয়েছেন।
নায়ক ফারুকের পারিবারিক সূত্র জানিয়েছে, গত চার দিন ধরে করোনায় আক্রান্ত তুলসি। বাবার সংস্পর্শে এসে তার শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে।
তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসায়ই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ নিচ্ছেন।
এদিকে শনিবার ফারুক ও তার স্ত্রী ফারহানা ফারুকের করোনার পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ফারুকের অবস্থা স্থিতিশীল।
সম্প্রতি ফারুক সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এর পর তাকে পর দিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।