ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শোকের মাস আগস্ট উপলক্ষে মঞ্চ নাটক চিরন্তন মুজিব মঞ্চস্থ করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) রাতে রহনপুর বাজার এলাকার একটি মিল চাতালে প্রদর্শিত এ নাটকের উদ্বোধন করেন, এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, যুবলীগ নেতা মুনসুর আলী প্রমুখ।
রহনপুর পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে মঞ্চায়িত এ নাটকে নির্দেশনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক কাইসার রহমানী মানিক। প্রসঙ্গত, এর আগে নাটকটি ভোলাহাট ও নাচোল উপজেলায় মঞ্চস্থ করা হয়।