ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটের ২২ গজ পেরিয়ে এবার সিনেমায় অভিষেক ঘটাতে যাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং। ‘ফ্রেন্ডশিপ’ নামক একটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন দীপক এস দ্বারকনাথ।
দিন কয়েক আগেই সিনেমাটির টিজার মুক্তি পায়। সেটি বেশ আলোচনায় এসেছে।
এরপর সিনেমার একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন হরভজন। সেখানে দেখা যায় ভারতীয় ঐতিহ্যবাহী সাদা ধুতি এবং সিল্ক নীল শার্ট পরে দলবল নিয়ে নেমে আসছেন এই তারকা স্পিনার।
ছোট এই ক্লিপ থেকে ধারণা করা যায় দৃশ্যটি কোনো গানের দৃশ্যের।
এ সিনেমার গল্প নিয়ে পরিচালক বলেন, ‘গল্পটি কলেজের রাজনীতি এবং খেলাধুলার উপর ভিত্তি করে। তবে সবকিছুর সঙ্গে মিশে থাকবে বন্ধুত্ব। আশা করছি দারুণ কিছু হবে। চেন্নাইয়ে সুপার কিংস হয়ে খেলার সময় থেকেই এখানে হরভজনের আলাদা প্রীতি রয়েছে।’
প্রসঙ্গত, হরভজন সিং কৌতুক অভিনেতা সান্থানামের সঙ্গে কার্তিক যোগী পরিচালিত ‘ডিক্কিলোনাত’ সিনেমাতে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। তামিল ভাষায় একটি ওয়েব সিরিজেও কাজ করার কথা রয়েছে তার।