ধূমকেতু নিউজ ডেস্ক : বিচ্ছেদ হলেও সাবেক স্বামীর কোনো সমালোচনা করেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
আন্তর্জাতিক নারী দিবস নিয়ে লেখা এক নিবন্ধে তিনি এমনটিই জানিয়েছেন।
এ অভিনেত্রীর নিবন্ধটি কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে; যেখানে মা হিসেবে শ্রীলেখা নিজের ও তার মেয়ের কথা লিখেছেন।
অভিনেত্রীর ভাষ্য—তিনি তার মেয়েকে একা মানুষ করেন না। বাবা-মায়ের সম্পর্ক ভেঙে যাওয়ায় বহু সন্তানকেই তার ফল ভুগতে হয়। তাই প্রথম থেকেই তারা ঠিক করে নিয়েছিলেন, এমনটি যেন তাদের মেয়ের ক্ষেত্রে না হয়।
নিবন্ধে শ্রীলেখা লেখেন—তার মেয়ে নিজের ইচ্ছেমতো তার সঙ্গে থাকে, আবার সে তার বাবার সঙ্গেও থাকে। এভাবেই তারা এখনও মেয়ের জীবনটা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
তিনি মনে করেন, একটি শিশুর কাছে তার বাবা আর মা— দুজনেরই গুরুত্ব আছে। তাই কখনও মেয়ের বাবার নামে তার কাছে নিন্দা করেন না।
নারীদের উদ্দেশে তিনি বলেন, স্বামী-স্ত্রীর বনিবনা অনেক সময় হয় না। তাতে বিবাহবিচ্ছেদ হতেই পারে। কিন্তু সন্তানদের নিয়ে কোনো রাজনীতি করবেন না। তাতে ওদের ভবিষ্যৎটাই নষ্ট হবে।
প্রসঙ্গত ২০০৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। পরবর্তী সময়ে শ্রীলেখা আর বিয়ে করে সংসারী হননি। তাদের এক সন্তান, ঐশী। মেয়ে মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে।
শ্রীলেখার নিজেও সাবেক স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন বলে জানা গেছে তার বিভিন্ন সাক্ষাৎকার ও ফেসবুকে দেওয়া মন্তব্যে।