ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকদিন পর ছুটি কাটাতে মালদ্বীপে গেলেন টালিউডের লাস্যময়ী অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তবে তিনি একা যাননি, সঙ্গে রয়েছেন বয়ফ্রেন্ড অঙ্কুশ হাজরাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐন্দ্রিলা-অঙ্কুশ জুটির নতুন নতুন ছবি দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। এবার তাদের সেই আশা পূরণ হলো। মালদ্বীপে নীল সমুদ্রের সঙ্গে রঙ ও গভীরতা মিলিয়ে গোলাপি বক্ষবন্ধনীর সঙ্গে কালো রঙের অফ শোল্ডার টপ, শর্টস। উন্মুক্ত মসৃণ পায়ে উষ্ণতা ছড়ানো এর ছবিতে পেছনে গোধূলির সমুদ্র সৈকত। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছে, সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ!
এর আগে বৃহস্পতিবার যে ছবি পোস্ট করেছিলেন তাতে নীল সমুদ্রের সঙ্গে রঙ এবং গভীরতা মিলিয়ে ঐন্দ্রিলার পরনে ডিপ নেকলাইন ক্রপ-টপ। সাদা রঙের শ্রাগ। চোখে সানগ্লাস। বোঝাই যাচ্ছিল, খোশ মেজাজে আছেন।