ধূমকেতু নিউজ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নিজের প্রাণবন্ত অভিনয় দিয়ে ইতিমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই ছোট পর্দা থেকে প্রবেশ করেছেন বড় পর্দায়। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এখন পর্যন্ত এই কাজটিকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন সাবিলা।
সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শেষ করে মুম্বই থেকে ঢাকা ফিরেছেন তিনি। এ সিনেমাতে ১৪ থেকে ২২ বছরের শেখ রেহানার চরিত্রে দেখা যাবে তাকে। এমন একটি সিনেমাতে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা।
সিনেমায় কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, সিনেমার জন্য আমি এখনো অনেক ছোট। সিনেমায় কাজ করতে হলে আরো অনেক কিছু শিখতে হবে। যেহেতু বঙ্গবন্ধুর বায়োপিকের মতো একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে না। আমিও চাইনি। এই ধরনের একটি সিনেমাতে অভিনয়ের পর নতুন অন্য কোন সিনেমা নিয়ে অবশ্যই ভালোভাবে ভাবতে হবে।’
প্রসঙ্গত, আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিলা নূর। অভিনয়ের বাইরে ভবিষ্যতে শিক্ষকতা পেশায় যাওয়ার আগ্রহ আছে অভিনেত্রীর।