ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিবারই উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে বিতর্কের মুখে পড়ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। সম্প্রতি এমন কারণে তার টুইটার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়। তারপরও থেমে নেই তিনি। তিনি জানিয়েছিলেন, তার কাছে বিকল্পের অভাব নেই। অন্য মাধ্যমে নিজের মত প্রকাশ করবেন এবং সেটাই করে চলেছেন। আর তা নিয়ে সমান তালে চলছে আলোচনা-সমালোচনাও।
হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি কঙ্গনার একটি মন্তব্য নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘ভারতে অক্সিজেনের চেয়ে ধর্মের প্রয়োজন বেশি।’ তার ভাষ্য, ‘ভারতে আর অক্সিজেনের প্রয়োজন নেই। ঈশ্বরের ভয় পাওয়া দরকার এখানে। প্রয়োজন ধর্মের।’
একই সঙ্গে কঙ্গনার অভিযোগ, ভারতে চোর ভর্তি। আর তাই মানবজাতির প্রয়োজন মানবিকতা, অক্সিজেন নয়।
এদিকে কঙ্গনা রানাউত করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কঙ্গনা লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে খুব ক্লান্ত এবং দুর্বল লাগছিল। চোখে জ্বালা অনুভব করছিলাম। গতকাল হিমাচলে করোনা পরীক্ষা করাই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন নিভৃতবাসে রয়েছি।’