ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘রঙে আনন্দে ঈদ’। ইমতু রাতিশের উপস্থাপনায় এতে অতিথি ছিলেন দেশের জনপ্রিয় চার তারকা চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক রোশান।
অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মনিরুজ্জামান লিপন।
জানা যায়, ঈদের প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার করা হবে।
‘রঙে আনন্দে ঈদ’ অনুষ্ঠানের অতিথি চিত্রনায়িকা দীঘি বলেন, প্রথমবার নিরব আর রোশান ভাইয়ের সঙ্গে কোনো অনুষ্ঠানে অংশ নিলাম। অপু আপুর সঙ্গে তো আগে অনেক প্রোগ্রাম করেছি। এবারের ঈদেও তো আমাদের দুইটা প্রোগ্রাম প্রচার হবে। প্রোগ্রামটায় অপু আপু ও নিরব ভাইয়া একটা জুটি আর আমি ও রোশান ভাইয়া আরেকটা জুটি ছিলাম। এভাবেই সাজানো হয়। ইমতু রাতিশ ছিল আমাদের হোস্ট। ও তো প্রচুর হাসায়। আমরা অনেক আড্ডা দিয়েছি। একদম পিওর আড্ডা। মানুষ দেখলে মজা পাবে খুব।