ধূমকেতু নিউজ ডেস্ক : ‘খারাপ একটা ঝড়ের পর ভাল কিছুও ঘটে। রামধনুই তার প্রমাণ।’ সোমবার এমনই বার্তা দেখা গেল শিল্পা শেঠির ইনস্টাগ্রামে। এই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে দুঃসময়ের পর সুদিনের কথা বললেন শিল্পা। স্বামী রাজ কুন্দ্রা বাড়ি ফেরার পরেই কি এই উপলব্ধি তাঁর?
দু’মাস হাজতবাসের পর সোমবার জামিন পেয়েছেন রাজ। তাঁরই সঙ্গে সহকারী রায়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার সকালেই তাঁদের কারাগার থেকে বেরিয়ে আসার কথা।গত শনিবার আদালতে জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন রাজ। সেখানে বলা হয়েছিল, তাঁকে ফাঁসানো হচ্ছে। রাজ যে পর্ন বানানোর সঙ্গে যুক্ত, তার কোনও প্রমাণ সাপ্লিমেন্টারি অভিযোগপত্রে নেই। তাই ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন রাজ।
বিগত কয়েক দিন ইনস্টাগ্রামে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শিল্পা। কখনও সেখানে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, কখনও আবার দেখা গিয়েছে নতুন করে ভবিষ্যৎ তৈরির আভাস। তবে স্বামীর বাড়ি ফেরার খবরে শিল্পা যে খানিক নিশ্চিন্ত, তা এই পোস্ট দেখে বুঝতে বাকি থাকে না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা