ধূমকেতু নিউজ ডেস্ক : হালের জনপ্রিয় সংগীততারকা ইমরান মাহমুদুল আবারও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘প্রেম’। তারেক আনন্দর কোথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি।
সম্প্রতি শেষ হয়েছে গান ভিডিওটির শুটিং। এতে মডেল হিসেবে দেখা যাবে আদর আহমেদ ও অনিন্দিতা মিমিকে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। শিগগিরই এটি মুক্তি পাবে সাউন্ডটেকের ব্যানারে।
ইমরান মাহমুদুল বলেন, গানটি বেশ রোমান্টিক, সুন্দর গল্প ভাবনায় এটির চিত্রায়ন করা হয়েছে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।
আদর আহমেদ জানান, এখন আমি নাটকেই মনোযোগ দিচ্ছি বেশি। তারই ফাঁকে এই গান ভিডিওটি করা। গানটি বেশ চমৎকার। আশা করছি সবার অনেক ভালো লাগবে।


