ধূমকেতু প্রতিবেদক : এমরান হোসেন, মিডিয়ায় নাম ইমরান হাসো। বরেন্দ্র জনপদ নওগাঁ পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের পাড়া গাঁয়ে কাদা মাটিতে বেড়ে ওঠা সেই হাসো এখন সারা দেশেই জনপ্রিয় হচ্ছে। দিনে দিনে মন জয় করেছে হাজার হাজার শ্রোতা ভক্ত ও শুভাকাক্ষির। হাসো আর পত্নীতলার নয় সারাদেশের দর্শকপ্রিয় নন্দিত তারকা। ছোট বেলায় স্বপ্ন ছিল আইনজীবী হবার, সময়ের পরিবর্তনে হয়েছেন অভিনেতা।
ওপার বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল দেখে তার মনের গভীরে অভিনয়ের সপ্ন বীজ বপন করেন । সেই থেকেই ভাবনা যদি সে অভিনয় করতে পারতো। তাকে যদি টিভির পর্দায় দেখা যেত, সংবাদপত্রে যদি তাকে নিয়ে নিউজ হতো। নানান ভাবনা নিয়ে চলতে থাকে দিন স্বপ্নবাজ ইমরানের।
মিশুক প্রকৃতির হাসো ছোট থেকেই সে এলাকায় ব্যাপক পরিচিত ছিল। দুরন্ত চঞ্চল সভাবের হওয়াই সবার সাথেই আবাধ বিচরন, এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে কমেডি পারফরম্যান্স করে মানুষকে হাসাতো। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় কৌতুক এবং অভিনয়ের জন্য পুরষ্কারটা তার জন্য একেবারে বরাদ্দ হয়েই থাকতো । রাজশাহী বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপও হয়েছে তার স্কুলের গ্রুপ নিয়ে। এরপর ২০১৫ সালে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিট শো হা-শো তে অডিশন এবং সেরা ৪০ জনের মধ্যে একজন হয়। এরপর প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় । তখন আসলে অনেক ছোট ছিল। মাত্র স্কুলের গন্ডি পেড়িয়ে কলেজে পা রাখে।
এরপর কান্না করতে করতে বিএফডিসি থেকে চলে যায়। আর মনে মনে প্রতিজ্ঞা করে একদিন অভিনেতা হবেই হবে । মলিন মন নিয়ে গ্রামে ফিরে আসে। পড়াশোনা করে কিন্তু মন পড়ে থাকে টিভির পর্দায়। এরপর ২০১৬ সালে এসএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় আসে। আর মিডিয়াপাড়ায় উঁকি ঝুঁকি মেরে অল্প সল্প সবার সাথে যোগাযোগ করতে থাকে। এখন সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অনার্স পড়াশোনা করছে। ২০১৭ সালের শেষের দিকে তার রুপালি পর্দায় অভিষেক। ২০১৮ শেষের দিকে নাটকে, ২০১৯ সালে কাজ শুরু।
২০২০ থেকে শুরু হয় তার নাটকের একটানা কাজ। যেন দম ফেলার ফুরসত নেই। হঠাৎ করোনার জন্য থমকে যায়। এ পর্যন্ত টানা ২ বছরে একের পর এক নাটকে অভিনয় চলছে। এভাবেই ১০০তম নাটকে অভিনয় করে সেঞ্চুরি পূর্ণ করে সে। মিলন চিশতি পরিচালিত “আদর্শ প্রেমিক” ইমরানের ১০০তম নাটক।
এছাড়াও ১৬ টি সিনেমা, ২টি ওয়েব সিরিজ, ১টি টিভিসি ও ১টি ওভিসি’তে কাজ করেছে ইমরান।
ভক্তরা তাকে বড় পর্দায় হিরোর চরিত্রে দেখতে চান এমন প্রশ্নে তিনি এ প্রতিবেদক কে জানান সম্মানিত পরিচালকগন যদি মনে করে আমাকে দিয়ে হিরোর চরিত্র হবে তাহলে আমি কাজ করবো, কাকে কোন চরিত্রে দিলে ভাল হবে সেটা ওনারাই ভাল জানেন।