ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেত্রী হিসেবেই অনবদ্য, দুর্দান্ত মৌটুসী বিশ্বাস। এই সময়ে এসে তিনি অভিনেত্রী হিসেবে নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন, ভালো গল্প আর ভালো চরিত্র ছাড়া সাধারণত অভিনয়ে দেখা যায়না তাকে। কম কাজ করবেন, কিন্তু সম্পূর্ণ কাজটি হওয়া চাই যথাযথ মানসম্পন্ন কাজ।
একসময় উপস্থাপনায় নিয়মিত ছিলেন মৌটুসী। মাঝে মাঝে সেই কাজটুকুও করেন ভীষণ দায়িত্ব নিয়ে। এরইমধ্যে নতুন আরেকটি অনুষ্ঠান উপস্থাপনার কাজ শুরু করেছেন তিনি। অনুষ্ঠানের নাম ‘বানান মানে স্পেলিং’। এটি একটি রিয়েলিটি শো। দূরন্ত টিভি’র জন্য নির্মিত এই অনুষ্ঠানে দেখা যাবে উপস্থাপক হিসেবে মৌটুসীকে।
গেলো ৫ নভেম্বর থেকে তারই উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রচার শুরু হয়ে গেছে। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে নিয়মিত। রাতেও অনুষ্ঠানটি প্রচার হবে, ৮.৩০ মিনিটে।
মৌটুসী বলেন,‘বানান মানে স্পেলিং অনুষ্ঠানটি একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান। সত্যিই বলছি আমি এই অনুষ্ঠানটির উপস্থাপনা করে ভীষণ আনন্দ পাচ্ছি। আমার কাছে এই কাজটি অনেক চ্যালেঞ্জিং ছিলো। এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করলে নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়। আর শিশুদের সঙ্গে অভিজ্ঞতা ছিলো আমার জন্য অনেক শিক্ষনীয়। শিশুদের সাথে শিশুদের জন্য কাজ করা একটি চ্যালেঞ্জ। যেখানে অনুষ্ঠানটি শুধু শিশুরা নয়, শিশুদের মাধ্যমে পুরো পরিবারের কাছে পৌঁছে যাবে।’
মৌটুসী জানান, তিনি নতুন আরো কিছু কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন। কিন্তু আপাতত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছেনা।