ধূমকেতু প্রতিবেদক : তারকারা কতো কিছু করে নববর্ষকে উদযাপন করেন। অনেকে পার্টি করেন, অনেকে ঘুরতে যান দূরের গন্তব্যে। ঘরোয়াভাবে নানা আয়োজন করেন কেউ কেউ।
ইংরেজি বছর ২০২২-কে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী মার্কিন সঙ্গীত তারকা নিক জোনাস দম্পতিও।
ইংরেজি বছরের প্রথম দিনে একটি প্রমোদতরীতে তারা কাটিয়েছেন বেশ জমকালোভাবে। ইনস্টাগ্রামে এ উদযাপনের ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
ছবিতে এ তারকা জুটিকে বেশ উৎফুল্ল দেখা গেছে। প্রমোদতরীতে হাস্যোজ্জল একটি ছবিও শেয়ার দিয়েছেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে সূর্যাস্তের একটি ছবিও দিয়েছেন তিনি।
সব মিলিয়ে প্রিয়াঙ্কা ও নিক যে ভালো আছেন, এ উদযাপন তারই ইঙ্গিত বহন করছে।