ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। তার অনাগত সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।
পরীমনির দেওয়া এই খবরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজের অনেক তারকা।
আর সবার মতো পরীমনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার আলেচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন।
খবরটি শোনার পর পর নিজের ভেরিফায়েড ফেসবুকে ফারিয়া শাহরিন লেখেন, ‘আমি খালা হচ্ছি, আর সাংবাদিকরা মামা হচ্ছেন; ব্যাপারটা খুবই আনন্দের। পরীমনি ও রাজের জন্য অনেক অনেক শুভকামনা। এতো সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই। এতো বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এই পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমনি দেখেই পারল। ভালো থাকুক এই লাভ বার্ডস। ভালোভাবে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভকামনা রইল।’
উল্লেখ্য, ফারিয়া শাহরিন ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজে পা রাখেন। এরপর বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পান। এরপর পড়াশোনার জন্য বিদেশে পাড়ি জমান। ২০১৯ সালে দেশে ফিরে শোবিজে যুক্ত হন। তুমুল জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন ছোটপর্দার এ তারকা।